শেষ হচ্ছে আরও এক জনপ্রিয় বাংলা ধারাবাহিক, হয়ে গেল অন্তিম পর্বের শুটিং

Admin
0

Star Jalsha Popular Serial Mohor will be Off Air Soon

২০১৯ সালে শুরু হয়েছিল পথচলা। তিন বছর টানা দর্শকদের মন জয় করে অবশেষে শেষ হতে চলেছে "মোহর"। শুরুর দিকে দর্শকদের মন জয় করতে পারেনি ধারাবাহিকটি,কিন্তু ধীরে ধীরে বাঙালির ড্রইংরুম দখল করে নিয়েছিল মোহর। ২০২০ সালে টিআরপি তালিকায় রাজত্ব করেছিল ধারাবাহিকটি। একটা সময়ে ১২.১ রেটিং নিয়ে টিআরপিতে টপার হয়েছিল সেটি। কিন্তু তারপরেই ধীরে ধিতে তালিকায় পড়তে শুরু করে এই ধারাবাহিক। তাই স্লট পরিবর্তনও করা হয়। তবে তারপরেও চলছিল এই ধারাবাহিক। কিন্তু অবশেষে পতন হতে চলেছে মোহরের যবনিকা।
Star Jalsha Popular Serial Mohor will be Off Air Soon
শঙ্খ-মোহরের কেমিস্ট্রি এবার আর টেলিভিশনের পর্দায় নয়। মোহদীপ থেকে যাবে ভক্তদের মনের গভীরে। শেষ হতে চলেছে স্টার জলসার (Star Jalsha) সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’ (Mohor)। দেখতে দেখতে আড়াই বছর পার হলো। এবার আর ধারাবাহিক টেনে নিয়ে যেতে চায় না চ্যানেল। সদ্য ধারাবাহিকের ‘আদি স্যার’ অভিষেক চ্যাটার্জির মৃত্যু হয়েছে। ধারাবাহিককেও তেমনটাই দেখানো হয়। এবার মোহরের শেষদিনের শুটিংও হয়ে গেল।

২০১৯ সালে ম্যাজিক মোমেন্টসের প্রযোজনায় লীনা গাঙ্গুলীর চিত্রনাট্যের উপর ভিত্তি করে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল মোহরের যাত্রা। অল্পদিনের মধ্যেই শঙ্খ এবং মোহরকে আপন করে নেন দর্শকরা। সোশ্যাল মিডিয়াতে এই জুটির আলাদাই এক ফ্যানবেস তৈরি হয়ে যায়। মিঠাই আসার আগে মোহর বহুদিন পর্যন্ত বেঙ্গল টপারের আসন ধরে রেখেছিল। ১২.১ পর্যন্ত রেটিংও পেয়েছিল।

যদিও মাঝে অবশ্য টিআরপি কমে যাওয়াতে সন্ধ্যের প্রাইম টাইম থেকে মোহরকে দুপুরের স্লটে নিয়ে যাওয়া হয়। স্লট বদলের‌ পরেও মোহরের ভক্তরা মোহদীপকেই সব সময় এগিয়ে রেখেছেন। মোহরের এই ফ্যানবেস বিবেচনা করে দুপুরের স্লটে নির্বাসনের পরেও টানা এক বছর ধারাবাহিক চালিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও গত এক বছরে বহুবার মোহর বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে এবার সত্যি সত্যিই চ্যানেলের সিদ্ধান্তে ধারাবাহিক বন্ধ হওয়ার মুখে।

বুধবার মোহরের শেষ শুটিং সম্পন্ন হয়েছে। শেষ শুটিংয়ে দসানী স্টুডিওতে ধারাবাহিকের সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অভিষেক চ্যাটার্জীর ছবি পাশে রেখেই শুটিংয়ের শেষে কেক কেটে বিদায় বেলার সেলিব্রেশন সারলেন সেটের সদস্যরা। বিদায়বেলায় সকলেরই মন খারাপ। চোখের জলে শুটিং সেট ছেড়ে গেলেন কলাকুশলীরা। মন খারাপ ভক্তদেরও।

এই ধারাবাহিকে শুধু মোহদীপ জুটি নয়, আদি স্যার এবং অদিতি (শঙ্খদীপের বাবা-মা) জুটিকেও বেশ পছন্দ করতেন দর্শকরা। যাওয়ার আগে সেই জুটিতে ধরেছে ভাঙ্গন। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে কেউ লিখলেন, “সবাই কে অনেক অনেক মিস করবো। মোহরেও সবার প্রিয় আদি স্যারকে মৃত দেখানো হয়েছে।

সাথে কেক কাটার সময় স্যার ছবি টা সাথে রেখেই কেক কাটলো অনেক কষ্ট লাগছে অভিষেক স্যারের জন্য। মোহরের প্রায় তিন বছরে যাত্রা শেষ হতে চলেছে।” কেউ মন্তব্য করলেন, “শঙ্খের সাথে এখনো অদিতির সেই গতানুগতিক মা ছেলের সম্পর্কটা হলো না আরো কটা মাস চালানো যেতো।” আগামী ৩রা এপ্রিল ধারাবাহিকের শেষ সম্প্রচার হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !