‘খড়কুটো’য় গুনগুনের ‘ড্যাডি’ কে হবেন, জানালেন লীনা গাঙ্গুলী

Admin
0

Who will Replace Abhishek Chatterjee in Khorkuto and Mohor

টলিউড ছেড়ে যাত্রা-থিয়েটারের পাশাপাশি বাংলা টেলিভিশনে অভিনয় করতে শুরু করেছিলেন অভিষেক চ্যাটার্জী (Abhishek Chatterjee)। বিগত কয়েক বছর ধরে বাংলা টেলিভিশনের পর্দায় বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়। মৃত্যুর আগে ‘মোহর’ (Mohor) এবং ‘খড়কুটো’ (Khorkuto) ধারাবাহিকেও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে ওই দুই ধারাবাহিকের সেটে।

‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের ড্যাডি চরিত্রটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। ডঃ কৌশিক বসু চরিত্রে অভিষেক চ্যাটার্জীকে বেশ পছন্দ করতেন দর্শকরা। অন্যদিকে ‘মোহর’ ধারাবাহিকেও নায়ক শঙ্খদীপের বাবা আদিদেব রায়চৌধুরীর চরিত্রেও অভিনয় করতেন তিনি। তার অনুপস্থিতিতে এই দুই চরিত্রের নতুন মুখ কে হবেন? এই প্রশ্ন দর্শকদের মনে বারবার উঠছে। অবশেষে তার জবাব মিলল।

‘মোহর’ এবং ‘খড়কুটো’ ধারাবাহিক দুটি ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজের তত্ত্বাবধানে চলছে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে অভিষেক চ্যাটার্জী এই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করছেন। ‘ফাগুন বউ’, ‘কুসুমদোলা’, ‘ময়ূরপঙ্খী’, ‘টাপুর টুপুর’, ‘চোখের তারা তুই’, ‘ইচ্ছেনদী’র মত ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘মোহর’ এবং ‘খড়কুটো’তে অভিষেকের জায়গা নিচ্ছেন কে? মুখ খুললেন লেখিকা তথা ম্যাজিক মোমেন্টসের অন্যতম কর্ণধার লীনা গাঙ্গুলী।

লেখিকা সরাসরি জানিয়ে দিয়েছেন অভিষেক চ্যাটার্জীর জায়গায় আর কোনও নতুন মুখ আনা হবে না। মোহর ধারাবাহিকটি শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। অতএব সেখানে শেষের কয়েকটি এপিসোডে নতুন মুখ আনা হবে না। অন্যদিকে ‘খড়কুটো’ ধারাবাহিকের ক্ষেত্রেও সেই ভাবনাই ভেবেছেন লেখিকা। আগামী দিনে গল্পের চিত্রনাট্য এমনভাবে সাজানো হবে যাতে ডাক্তার কৌশিক বসুর উপস্থিতি থাকবে না বলে জানিয়েছেন লীনা গাঙ্গুলী।

লেখিকার এই সিদ্ধান্তে দারুণ খুশি ভক্তরা। কারণ তারা কেউই কৌশিক বসুর চরিত্রে অভিষেক ছাড়া অন্য কাউকেই দেখতে চাইছেন না। ‘খড়কুটো’ ভক্তরা নির্মাতাদের কাছে এই আবেদন রেখেছিলেন। নির্মাতারাও অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তার চরিত্রে নতুন মুখ না আনারই সিদ্ধান্ত নিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !